
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বন দফতরের মহিলা রেঞ্জারকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। শনিবারের ওই ঘটনার পর রবিবার সকালে যখন তাঁর বিরুদ্ধে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল তখনই পরোক্ষে বাবার পাশে দাঁড়িয়েছিলেন ছেলে সুপ্রকাশ। আর সোমবার অখিলবাবু ইস্তফা দিতেই সরাসরি তাঁর হয়ে মুখ খুললেন এই যুবা তৃণমূল নেতা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন তাতে দলের অস্বস্তি বাড়ল বই কমল না।
আরও পড়ুন - অখিল যা বলেছেন তা শ্লীলতাহানির সামিল, FIR করুন, মহিলা রেঞ্জারকে পরামর্শ সুকান্তর
পড়তে থাকুন - BJPর বিরুদ্ধে বঙ্গভঙ্গের অভিযোগ তুলে উত্তরবঙ্গের মুখ বন্ধ করার চেষ্টা করছে TMC
সোমবার মুখ্যসচিবকে হোয়াটসঅ্যাপ করে ইস্তফাপত্র পাঠিয়েছেন অখিলবাবু। মুখ্যমন্ত্রী মুদ্রিত ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বাবার ইস্তফার পরই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন সুপ্রকাশ গিরি। লেখেন, ‘যাক, অন্তত দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে হয়নি, সাসপেন্ড হতে হয়নি বা ইস্তফা দিতে হয়নি। অসহায় গরিব, দলিত পরিবারের মানুষদের জন্য লড়াই করতে গিয়ে জিততে পারোনি, হেরে গেছো | মাথা নিচু নয়, উঁচু করে ইস্তফা দিয়েছো। Hat's off বাবা।’
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
এই পোস্টে কি দলেরই একাংশকে কটাক্ষ করেছেন সুপ্রকাশবাবু। যে ভাবে বাবার ইস্তফার পরই দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন তিনি তাতে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খোদ অখিলবাবু। প্রকাশ্যে জানিয়েছেন, বন দফতরের কাঠ বেআইনিভাবে বিক্রি করছে আধিকারিকদের একাংশ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports