ঠিক একমাস আগে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। আর একমাস পর এবার বদলির নির্দেশ এল বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারকে সরাতে। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই বদলি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বীরভূমের নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই বদলি ভাবিয়ে তুলেছে।
এদিকে দিঘা সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে আসার কথা। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এখানে আসার আগেই অতিরিক্ত পুলিশ সুপার বদলির পিছনে কোনও কারণ আছে বলে মনে করা হচ্ছে। তবে ওই পদে দায়িত্ব পেতে চলেছেন আইপিএস পরাগ ঘোষ। রাজ্য এসটিএফের দায়িত্বে ছিলেন পরাগ ঘোষ। নবান্নের পক্ষ থেকে এটাকে রুটিন বদলি হিসেবে বলা হলেও, অতিরিক্ত পুলিশ সুপারের এই বদলি নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
অন্যদিকে সম্প্রতি বীরভূমের মাড়গ্রামে জোড়া খুনের ঘটনার পর পুলিশ সুপারকে বদল করা হয়। নতুন পুলিশ সুপার হয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবনের দায়িত্বে আগে ছিলেন তিনি। এখন বীরভূমে আনা হয়েছে তাঁকে। কেষ্টর জেলায় নতুন করে যাতে কোনও গণ্ডগোল না হয় তাই এই পুলিশ আধিকারিকের বদলি বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই জেলা থেকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অফিসারদের একে একে সরিয়ে দেওয়া হচ্ছে। আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী এবং অভিষেক রায় দু’জনের সঙ্গেই অনুব্রতর ঘনিষ্ঠতা ছিল বলে সবাই জানে। তাই দু’জনের পরপর বদলি পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ।