উত্তর ২৪ পরগনায় সুন্দরবন লাগোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় BSFএর হাতে ধরা পড়ল ইরানের ১ নাগরিকসহ ৩ জন। রবিবার রাতে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনার শেষ সীমানা সামসেরনগর থেকে তাদের গ্রেফতার করে বিএসএফ। ধৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের সোমবার বসিরহাট আদালতে পেশ করে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসের নগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৩ ব্যক্তি। তখনই তাদের আটক করে BSF। এর পর ধৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় তারা। ধৃতদের জেরা করে BSF জানতে পেরেছে ধৃতদের মধ্যে অন্তত ১ জন ইরানের নাগরিক। বাকি ২ জন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। ধৃত ইরানি নাগরিকের ভারতীয় ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। ধৃতরা দাবি করেছে, তারা কাপড়ের কারবারি। ব্যবসার প্রয়োজনে একাধিকবার এভাবে সীমান্ত পার করে বাংলাদেশে গিয়েছে তারা।
ধৃতদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় বিএসএফ। এর পর তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার বসিরহাট আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় উত্তর ২৪ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করার খবর পাওয়া যেত। এবার ভিসার মেয়াদ উত্তীর্ণ ইরানি নাগরিক ধরা পড়ায় প্রশ্ন উঠছে, কতটা আত্মবিশ্বাস থাকলে বিদেশ বিভুঁইয়ে এভাবে সীমান্ত পার করা যায়?