ফের বিপর্যয় গভীর সমুদ্রে। মাছ ধরতে গিয়ে পরপর ডুবে গেল দুটি ট্রলার। তবে সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেলেন সব মৎস্যজীবী। শনিবার সকাল ও শুক্রবার রাতে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে পর পর দুটি ট্রলারডুবির ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়ালেও স্বস্তি একটাই যে কোনও প্রাণহানি হয়নি। এরমধ্যে ট্রলারগুলিকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন: সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় ইসরোর নতুন যন্ত্র, বসানো শুরু করল রাজ্য সরকার
মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, নামখানার ১০ মাইল খেয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেয় ‘এফবি সাকিলা’ নামের একটি মাছ ধরার ট্রলার। তাতে ছিলেন মোট ১১ জন মৎস্যজীবী। গন্তব্য ছিল জম্বুদ্বীপের আশপাশের গভীর সমুদ্র। সমুদ্রের অনেকটা ভিতরে চলে যাওয়ার পরই ঘটে বিপত্তি। হঠাৎই ট্রলারটির সি-কক পাইপ ফেটে যায়। মুহূর্তে জল ঢুকতে শুরু করে ইঞ্জিন ঘরে। ইঞ্জিন থেমে গেলে সামুদ্রিক ঢেউয়ের মুখে কার্যত অসহায় হয়ে পড়ে ট্রলারটি।
তখনই আশপাশে থাকা আরও কয়েকটি ট্রলারের নজরে আসে বিপদে পড়া জলযানটি। পরিস্থিতি বুঝেই দ্রুত এগিয়ে আসেন অন্য ট্রলারগুলির মৎস্যজীবীরা। তারাই উদ্ধার করেন এফবি সাকিলার ১১ জন মৎস্যজীবীকে। তাঁদের প্রথমে সমুদ্রের বুকেই উদ্ধার করে কাছাকাছি একটি ট্রলারে তোলা হয়। পরে নিরাপদে ফিরিয়ে আনা হয় উপকূলে।