পাচারের আগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে উদ্ধার হল ২টি ভল্লুক শাবক। শুক্রবার রাত ৯টা নাগাদ হাসনাবাদের মুরারিশা থেকে উদ্ধার হয় হিমালয়ান ব্ল্যাক বেয়ার প্রজাতির ভল্লুকশাবকদু’টি। প্রাণীদুটিকে আলিপুর চিড়িয়াখানার হাতে তুলে দেওয়া হয়েছে।শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে নামে বসিরহাট পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। বেশ কয়েকঘণ্টা পর হাসনাবাদের মুরারিশায় ভল্লুকশাবকদু’টি রয়েছে বলে জানতে পারে তারা। এর পর সেই গ্রামে হানা দেন আধিকারিকরা। ওদিকে পুলিশ আসার খবরে শাবকদুটিকে ফেলে পারায় চোরাচালানকারীকা। রাত ৯টা নাগাদ ভল্লুকগুলিকে উদ্ধার করেন আধিকারিকরা। এর পর তাদের বসিরহাট বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।রাতেই শাবকদুটিকে আলিপুর চিড়িয়াখানার হাতে তুলে দেওয়া হয়। সেখানেই শাবকদুটিকে বড় করে তোলা হবে বলে জানা গিয়েছে।ভারতীয় কালো ভল্লুক প্রজাতির এই প্রাণীগুলি দেখা যায় হিমালয় ও তার পাদদেশে। পুলিশের অনুমান, ডুয়ার্স বা উত্তরপূর্বের রাজ্য থেকে ভল্লুক শাবকগুলিকে চুরি করেছে পাচারকারীরা। তার পর তা বাংলাদেশ হয়ে বিদেশে পাঠানোর চেষ্টায় ছিল তারা। কিন্তু পুলিশের তৎপরতায় আপাতত নিরাপদ আশ্রয়ে রয়েছে প্রাণীদুটি।