বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'তাড়াতাড়ি টাকা পাঠানোয় কোথাও কোথাও ভুল হয়েছে', আমফান ত্রাণে দুর্নীতির কথা কার্যত স্বীকার মমতার

'তাড়াতাড়ি টাকা পাঠানোয় কোথাও কোথাও ভুল হয়েছে', আমফান ত্রাণে দুর্নীতির কথা কার্যত স্বীকার মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মমতা বলেন, ‘আমার উপর ভরসা-আস্থা রাখবেন।’

আমফানের ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি আশ্বাস দিলেন, দ্রুত সেই ভুলভ্রান্তি শুধরে নেওয়া হবে।

গত ২০ মে রাজ্য়ে আমফানে আছড়ে পড়ার পর রাজ্যের তরফে দুর্গতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়। কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা দেওয়া নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক জায়গায় বিজেপির নাম জড়ালেও অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। অনেক জায়গায় আদতে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের পরিবর্তে পাকা বাড়ির মালিক, দু'বছর আগে পান বরজ চাষ করা লোকজন টাকা পেয়েছেন। বঞ্চিত হয়েছেন প্রকৃত দুর্গতরা। তার জেরে বিক্ষোভ দেখিয়েছে আমজনতা। চাপের মুখে পড়ে কোথাও তৃণমূল নেতাকে কান ধরে দোষ স্বীকার করতে হয়েছে, কোথাও আবার ভয়ে দোষ কবুল করে নিয়েছেন। আমফানের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এমনকী রাজ্যকে আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

এই অবস্থায় সোমবার নবান্নে মুখ্য়মন্ত্রী বলেন, ‘আমফান বিপর্যয়ের টাকাটা আমরা একটু তাড়াতাড়ি পাঠিয়েছিলাম বলে কোথাও কোথাও যারা ভুলভ্রান্তি করেছিল, সেটা আমরা শুধরে নিচ্ছি এবং কেউ বঞ্চিত হবেন না। এটুকু জেনে রেখে দেবেন। এটুকু ভরসা-আস্থা আমার উপর রাখবেন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, যাঁরা আসলে ক্ষতির মুখে পড়েছেন, তাঁরা যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে, মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছেন।

মমতা হঠাৎ ‘স্বীকারোক্তি’-র পথ বেছে নেওয়ায় অবশ্য একেবারেই অবাক নয় রাজনৈতিক মহল। বরং বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে কাটমানি কাঁটায় বিধ্বস্ত হয়েছিল তৃণমূল। তার ফায়দা তুলেছিল বিজেপি। ঠিক একইভাবে আগামী বছর বিধানসভা ভোটের আগে আমফান দুর্নীতি স্বভাবতই ঘাসফুল শিবিরে রক্তচাপ বাড়িয়েছে। দলের নীচুতলার নেতাকর্মীদের নাম যেভাবে দুর্নীতিতে জড়িয়েছে, তাতে খুব একটা স্বস্তিতে থাকবেন না কালীঘাট নিবাসী। সেজন্য বাধ্য হয়েই মমতা অনিয়ম বা দুর্নীতি কার্যত মেনে নিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। 

একইসঙ্গে সোমবার আমফান দুর্গতদের তাঁর উপর ভরসা রাখার আবেদন জানিয়েছেন মমতা। রাজনৈতিক মহলের মতে, মমতা বোঝাতে চাইছেন নীচুতলা থেকে দুর্নীতি হয়েছে। সেখানে তাঁর কোনও যোগ নেই। অর্থাৎ নিজের মুখেই আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমনটা কাটমানি বিতর্কের সময় নিজের নামে ভোট চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই কৌশলেই তিনি হাঁটলেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। তবে গতবার কিন্তু সেই কৌশল কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল, অত্যন্ত বিজেপির আসন সংখ্যা সেটাই প্রমাণ করেছে। বিধানসভা সেই একই রণনীতি কতটা কাজে দেয়, সেটা সময়ই বলবে।

বাংলার মুখ খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে? রইল ৩ মে ২০২৫র রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ফের আগুন কলকাতায়, এবার নিউটাউনে, শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলল গুদাম ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা

Latest bengal News in Bangla

আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ‘বাঁচালেন!’ কেন বিয়ে করলেন? দল তাড়ালে কী করবেন? খোলাখুলি দিলীপ টিন-পাইপ-রড-সিমেন্টে কী হবে? মমতার কাছে ‘প্যাকেজ’ চান মুর্শিদাবাদের…! বধূকে ‘কটূক্তি, প্রতিবাদ করায় হামলা, ইটবৃষ্টি-বাইকে আগুন’, উত্তপ্ত হল আসানসোল আইনজীবীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অস্বস্তিতে ৭ IPS, অবমাননার রুল জারি হাইকোর্টের ১৭ দিন আগে মারা গিয়েছে, মাধ্যমিকে ৬৭৪ পেয়ে 'টপার’ হল সেই থৈবি, ছবি জড়িয়ে কান্না মাধ্যমিকে প্রথম হওয়া স্কুলের ‘বায়োলজি ম্যাম’-এরও চাকরি কেড়েছে দুর্নীতি! ‘আজ অভিশপ্ত ২রা মে’, মনে করালেন দিলীপ ঘোষ, ‘দাদা একটাই অনুরোধ…’ ছাত্র ছিলেন ডেপুটি স্পিকার, বীরভূমের সেই স্কুলেই মাধ্যমিকে ফেল ৮২ জন! 'মন্ত্রী না হতে পারার হতাশায় দিলীপ ঘোষকে কুকথা বলছেন চরিত্রহীন সৌমিত্র খাঁ'

IPL 2025 News in Bangla

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.