১৮ এপ্রিল শুক্রবার বিকেলে ঘরোয়া এক অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার। বেশ কিছু রিপোর্টের দাবি, রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না। তাঁর সন্তান বর্তমানে সেক্টর ফাইভে কর্মরত। এদিকে, দিলীপ ঘোষের বিয়ের খবর আসতেই, এদিন সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার জানান, এই বিয়ে একেবারেই ঘরোয়া আয়োজনে হচ্ছে। তবে তিনি কি থাকছেন বিয়ের আসরে? সেই বিষয়েও মুখ খোলেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার এদিন দিলীপ ঘোষের বিয়ে নিয়ে বলেন,'তাঁদের আগামী জীবন শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত পরিসর। আমার মনে হয়, ব্যক্তিগত পরিসরে বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফে শুভেচ্ছা জানিয়েছি।' সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়, তিনি কি থাকছেন আজ বিকেলে দিলীপ ঘোষের বিয়ের আয়োজনে? তার জবাবে সুকান্ত মজুমদার বলেন,' বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে। আমরা শুভ কামনা দিতে গিয়েছিলাম, তা জানানো হয়েছে। বিয়েতে থাকা সম্ভব হবে না। আমি নিজে বালুরঘাট চলে যাচ্ছি।' সুকান্ত মজুমদার জানান, সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী, মঙ্গল পাণ্ডে সহ অনেকেই পৌঁছে ছিলেন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে। সুকান্ত জানান,'অমিত মালব্যও আসতেন, তবে রাস্তায় দেরি হয়ে গিয়েছিল, পৌঁছতে পারেননি।' জানা যাচ্ছে, আজ রাতের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষের মা। এছাড়াও রিঙ্কু মজুমদারের পরিবারের তরফে অনেকে হাজির থাকতে চলেছেন।
জানা যাচ্ছে, বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের বিয়ে বিকেল সাড়ে ৫ টা নাগাদ হতে পারে। প্রশ্ন উঠছে, ৪ বৈশাখে এই বিয়ের পালার পর, শনিবার সকালে ইকো পার্কে সকালে কি দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারকেও দেখা যাবে? তবে সেই জল্পনার আগে, আপাতত গোটা বাংলা তাকিয়ে শুক্রের গোধূলি বেলায় বাংলার এই দাপুটে নেতার সঙ্গে তাঁর প্রাণের মানুষের বিয়ের দিকে।