বৈদিক পঞ্চাঙ্গ বলছে, বছরের শেষে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন শুক্রের কৃপায়। শুক্রের কৃপায় আর কয়েকদিন পর থেকেই বহু রাশির জাতক জাতিকার ভালো সময় আসন্ন। শুক্রের গোচর বহু রাশির জাতক জাতিকার জীবনে দারুন ভালো সময় আনতে চলেছে। শুক্রের গোচরে বহু রাশির জীবনে জারুন ভালো সময় আসতে চলেছে। দেখা যাক, এরফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
মেষ
শুক্রের গোচর মেষ রাশির জাতক জাতিকার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। এই সময় আপনার সম্পর্ক অনেকের সঙ্গে হবে। আপনি যদি পেশাগত জীবনে বদল আনতে চান, তাহলে তা সম্ভব হবে। আপনার সামাজিক জীবন আগের থেকে উন্নত হবে। পেশাগত জীবনেও বদল আসবে। এই সময় পেশাগত জীবনের নানান দিক থেকে সঠিক প্রমাণিত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় খুবই ভালো প্রমাণিত হবে।
বৃষ
আপনার উন্নতির নতুন নতুন রাস্তা তৈরি হবে। যাঁরা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসাতেও কিছু নতুন করতে পারবেন। যার ফলে আপনি বিপুল লাভ পাবেন। সম্পর্ক নিয়ে এই সময় কিছু টানা পোড়েন হতে পারে, যা দাম্পত্যে প্রভাব ফেলতে পারে। ধৈর্য আর বুঝে শুনে সব সিদ্ধান্ত নিতে হবে।
ধনু
বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ পাবেন আর ব্যবসায় মুনাফা পাবেন। যাঁরা আগে থেকে বিনিয়োগ করেছেন, তাঁরা পাবেন লাভ। চাকরির দিক থেকে অনেকে প্রমোশন পেতে পারেন। প্রমোশনের হাত ধরে পাবেন চাকরিতে নতুন দায়িত্ব। বৈবাহিক সম্পর্কে আসবে শান্তি।
উল্লেখ্য, ডিসেম্বরের ২ তারিখে রয়েছে শুক্রের গোচর। আর তার হাত ধরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)