জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব খুব শিগগিরই কুম্ভ রাশি থেকে আবার মীন রাশিতে প্রবেশ করেছেন। ইতিমধ্যেই মার্গী অবস্থায় শনি রয়েছেন কুম্ভে। তবে কুম্ভ থেকেও এরপর সরে যাচ্ছেন শনি। শনিদেব সোজা গিয়ে প্রবেশ করবেন মীন রাশিতে। শনির এই গোচর সব রাশিতে প্রভাব ফেলবে। বিভিন্ন রাশিতে শনির গোচর লাভ দেবে। তবে কিছু রাশিতে এর কুপ্রভাবও পড়বে।
দেখে নেওয়া যাক, শনির গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৃশ্চিক
আসন্ন বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য শুভ প্রমাণিত হতে পারে। জীবনে থাকা নানান মুশকিল এবার ধীরে ধীরে কমতির দিকে যাবে। কেরিয়ারে আপনার কষ্টকর যে পরিস্থিতি রয়েছে, তা কমবে। প্রমোশনের যোগ তৈরি হবে। কোথাও বেড়াতে যেতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
কর্কট
কর্কট রাশির জাতক জাতিকার জন্য এই গোচর বেশ লাভদায়ক প্রমাণিত হবে। আসন্ন সময়ে উন্নতির নতুন নতুন রাস্তা তৈরি হবে। কিছু মুশকিল আসতে থাকবে, তবে তা পরে চলেও যাবে। চাকরিতে নতুন কোনও দায়িত্ব পাবেন। প্রেম জীবনে বাড়বে রোম্যান্স।
( RG Kar hospital: মর্গে মত্ত ৩ ডোমের মারপিটের জেরে তুলকালাম! আরজি করে বন্ধ হয় মর্গ)
মকর
আপনি আপনার বন্ধুদের সমর্থন পাবেন। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়ীরা নতুন নতুন ব্যবসা শুরু করবেন। নতুন কোনও ডিল শুরু করতে পারবেন। বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকবে। ধার্মিক কাজে অনেক বেশি মন দিতে পারবেন।
কবে রয়েছে শনির গোচর:- মাঝে আর এক মাস। তারপরই ২০২৫ সালে কর্মফলদাতা শনি মীন রাশিতে গোচর করবেন। তখন থেকেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন। ২০২৫ সালে মীনে শনির গমনের ফলে গোচা বছর ধরে তার প্রভাব সব রাশিতে পড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাতাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)