পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Manasa puja vidhi : রাত পোহালেই মনসা পুজো জেনে নিন দেবীর আদিবৃত্তান্ত আর পুজোর বিধি
মা মনসা হলেন সর্পের দেবী। মায়ের পূজা করে যেমন সর্প ভয় দূর হয়, তেমনি পাওয়া যায় মায়ের অপার করুণা। শোনা যায় মা মনসার জন্ম হয়েছিল নাকি পদ্মপাতায়, তাই দেবীর অপর নাম পদ্মাবতী। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মনসা পূজা। চলুন জেনে নেওয়া যাক কেন বিখ্যাত এই পুজো গ্রাম বাংলায়।
গ্রাম বাংলার প্রতিটি জায়গায় মা মনসার মন্দির দেখতে পাওয়া যায়। আগেকার দিনে বর্ষাকালে প্রচুর সাপের প্রাদুর্ভাব ছিল, প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যেতেন। সেই সময় থেকে মা মনসার পূজো বহুল প্রচলিত হয় গ্রামবাংলায়। মনে করা হয় মা মনসা তুষ্ট হলে মানুষ সর্প ভয় থেকে বিপদমুক্ত থাকবে,তাই এদিন মেয়েরা ব্রত করে উপবাস থেকে সাপের গর্তে দুধ ঢালেন।
(উপরোক্ত তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত)