বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ধন ও বৈভবের দাতা দৈত্যগুরু শুক্র, গত ১৩ এপ্রিল মীন রাশিতে হয়েছেন মার্গী। শুক্রের সোজা পথে চলনের ফলে বহু রাশিতেই নানান প্রভাব পড়ে থাকে। বর্তমানে শুক্র নিজের উচ্চ রাশিতে রয়েছেন। এদিকে, শুক্র মার্গী হয়ে মালব্য যোগ তৈরি করছেন। অন্যদিকে, বুধের সঙ্গে তৈরি করছেন লক্ষ্মী নারায়ণ যোগ। মার্গী শুক্র দুই মহাযোগ তৈরি করতেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, মার্গী শুক্র কোন কোন রাশিতে শুভ প্রভাব ফেলতে চলেছে।
কর্কট
এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পুরো সহযোগিতা হবে। চাকরিরতদের ভাগ্যের সহযোগিতা মিলতে পারে। গাড়ি, বাড়ি, জমির সঙ্গে জড়িতদের কোনও দিক থেকে ব্যাপক লাভ আসতে পারে। পরিবারে বহু মাঙ্গলিক কাজ হতে পারে। যাতে আপনিও শামিল হতে পারেন। বাড়িতে আসবে সুখ শান্তি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। জীবনে নানান খুশি আনন্দ আসবে।
( কেউ বললেন ‘দোকানে ৬-৭ লাখের সামগ্রী বের করে জ্বালিয়ে দিয়েছে’, কেউ বলছেন,'বাইরের লোকের কাজ', কী পরিস্থিতি মুর্শিদাবাদে?)
( Weather Rain Forecast in WB: পয়লা বৈশাখে কি স্বস্তির বারিধারায় ভিজবে শহর কলকাতা? বাংলার আবহাওয়ার মেজাজ একনজরে)
( বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় লাঠি উঁচিয়ে যুবকের মারধর তরুণীকে! ভাইরাল ভিডিয়ো, মিলছে না নির্যাতিতার খোঁজ)
ধনু
এই রাশির জাতক জাতিকারা জীবনে নানান দিক থেকে পাবেন খুশি আনন্দ। চাকরিরতরা বিভিন্ন দিক থেকে আনন্দের মধ্যে থাকবেন। দীর্ঘ দীন ধরে চলে আসা সমস্যা থেকে এবার রেহাইয়ের পথ পাবেন। আপনার পদোন্নতির সঙ্গে হবে বেতন বৃদ্ধি। যাঁরা চাকরি পাল্টানোর কথা ভাবছেন, তাঁরা পাবেন লাভ। গাড়ি কেনার শখ পূর্ণ হবে। ব্যবসা থেকে অপার লাভ পাবেন।
( Bengali New year Lottery wining Lucky Zodiacs: ১৪৩২ নববর্ষে পয়লা বৈশাখে লটারি কেটে লাকি হতে পারেন কারা? রাশিফলে দেখুন)
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা খুবই লাভ পাবেন। জীবনে চলা নানান সমস্যা থেকে পাবেন মুক্তি। বহু ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এই সময়। সন্তানের দিক থেকে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি। বিদেশ থেকে আপনি বহু লাভ পাবেন। প্রেমের সম্পর্কে নেতিবাচক সমস্যা সমাধান হবে। জীবনে বাড়বে খুশি আনন্দ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )