বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে গ্রহদের মধ্যে বুধ গ্রহের আলাদা মাহাত্ম্য রয়েছে।ব্যবসা, বাণী, বিতর্ক, নেটওয়ার্কিং সহ একাধিক ক্ষেত্রের কারক হচ্ছেন বুধ। ফলত, সেই জায়গা থেকে এই বুধের অবস্থান আলাদা করে মাহাত্ম্য রাখে জ্যোতিষশাস্ত্রে। গত ১৮ জুলাই ২০২৫ সালে কর্কট রাশিকে স্বস্তি দিয়ে বক্রী হয়েছিলেন বুধ। এবার ১১ অগস্ট ২০২৫ সালে তিনি মার্গী হতে চলেছেন।
মেষ
বুধ মার্গী হওয়ার ফলে ১১ অগস্টের পর জমি বাড়ি সম্পর্কিত ক্ষেত্রে সুখবর শুনতে পারেন। সমাজে আপনার সঙ্গে অনেকে তাবড় ব্যক্তিত্বের সম্পর্ক তৈরি হতে পারে। যাঁরা আপনার কেরিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। ঘরোয়া দিক থেকে বেশ কিছু সুখ পেত পারেন। কেরিয়ারে আপনি এগিয়ে যেতে পারেন।
( Germany train accident: ভয়াবহ রেল দুর্ঘটনা! উল্টে গেল ২ টি কোচ, জার্মানিতে নিহত ৩, আহত বহু)
মিথুন
বুধের গোচরে বেশ কিছু শুভ পরিণাম আপনার ভাগ্যে আসতে পারে। যাঁরা স্থানী চাকরির খোঁজ করছেন, বা সরকারি চাকরির খোঁজ করছেন, তাঁরা সেটা পেতে পারেন। মনের ইচ্ছা মতো কোনও গাড়ি বা হয়না আপনার ভাগ্যে আসতে পারে। আপনার কথার জেরে আপনি কাঙ্খিত সম্মান পাবেন সমাজের বেশ কিছু পুরস্কার আপনার ভাগ্যে আসতে পারে।
( Hooghly Saltlake AC Bus: শেওড়াফুলি- সল্টলেক সেক্টর ফাইভ রুটে এসি বাস চালু! স্টপেজ কী কী?)
( Terrorist Encounter: ‘অপারেশন সিঁদুর’ ডিবেটের দিনে কাশ্মীরে চলছে ‘অপারেশন মহাদেব'! নিকেশ ৩ জঙ্গি)
কন্যা
বুধ আপনার লাভের ভাবে মার্গী হচ্ছেন। আর এই অবস্থানকে কন্যা রাশির অনুকূল বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে আপনার জীবনে আমদানি বাড়তে পারে। হু হু করে হতে পারে আয়। এর প্রভাবে আমদানি বাড়তে পারে। আয় হু হু করে বাড়তে পারে। সন্তানকে নিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। আপনার স্বাস্থ্য আগের থেকে এখন ভালো থাকতে পারে। নিয়মিত গণপতির বন্দনা করতে পারেন। আপনার আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে।