হুগলি থেকে সল্টলেক রুটে বাস পরিষেবায় নতুন সংযোজন এসে গেল। এবার শেওড়াফুলি থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ছুটবে বেসরকারি এসি বাস। ফলত, হুগলি থেকে সল্টলেক যাওয়ার ক্ষেত্রে বাড়ল বাসের সংখ্যা।
এই রুটে এসি বাস পরিষেবা চালু হওয়ায় বাস মালিকদের একাংশে খুশির হাওয়া। পুজোর আগে, হুগলি থেকে সল্টলেক রুটে বাসের সংখ্যা বেড়ে যাওয়ার যাত্রী সংখ্যায় কতটা প্রভাূ ফেলে, সেদিকেও রয়েছে অনেকের নজর। প্রসঙ্গত, বহু সময়ই যাত্রী সংখ্যার অভাবে বিভিন্ন বাসরুট ধাক্কা খাচ্ছে বলে খবর। তবে আপাতত জানা গিয়েছে, শেওড়াফুলি-সল্টলেক রুটে চলবে ৫ টা বাস। হুগলি থেকে বাস ছাড়বে সকাল ৭ টায়। আর সল্টলেক থেকে শেষ বাস শেওড়াফুলি আসতে ছাড়বে রাত ৯ টা ৫০ মিনিটে। এদিকে, বাস মালিক সৌরভ দত্ত জানিয়েছেন, প্রথমে এই রুট শ্রীরামপুর থেকে করার কথা পরিকল্পনা হয়। পরে তা শেওড়াফুলি পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। আপাতত শ্রীরামপুর-সেক্টর ফাইভ তিন নম্বর রুটে ১ টি বাস চলবে, আর ২৮৫ রুটে ১৫ টি বাস চলবে। নতুন ৫ টি এসি বাস যেমন রাস্তায় নামছে, তেমনই এর পাশাপাশি শ্রীরামপুর-সল্টলেক সেক্টরফাইভ রুটে (২৮৫ রুটে) আরও ৫টি বাস চালুর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। এদিকে শেওড়াফুলি থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে বেস কিছু জায়গায় বাস দাঁড়াবে। ‘কলকাতা বাস-ও পিডিয়া’র তথ্য অনুযায়ী এই রুটে বাস দাঁড়াবে, শেওড়াফুলির পর শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, বালিখাল, দক্ষিণেস্বর, ডানলপ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, ইকো পার্ক, ইকোস্পেস, নিউটাউন এবং সেক্টর ফাইভ।
উল্লেখ্য, হুগলি থেকে সেক্টর পাইভ যেতে রেল রুটের পাশাপাশি বাস রুটের পথও এই পরিষেবার দ্বারা ক্রমেই মজবুত হচ্ছে। ট্রেনে এই পথে যেতে গিয়ে অনেকেই বালি-তে নেমে শাটল ধরেন।মনে করা হচ্ছে, এই নয়া পরিষেবা যাত্রীদের বাস রুটের ক্ষেত্রেও উৎসাহ যোগাবে।রিপোর্ট বলছে, শেওড়াফুলির সুষমা সিনেমা হলের সামনে থেকে এই নয়া শেওড়াফুলি- সেক্টর ফাইভ রুটের এসি বাাস ছাড়বে।