জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, দোলের মরশুমে মঙ্গল প্রবেশ করছে মিথুনে, আর শুক্র মেষে প্রবেশ করছে। আর সূর্য প্রবেশ করছে মীন রাশিতে। মার্চের শুরুতেই রয়েছে দোলযাত্রা উৎসব। গ্রহের গোচরের এই পরিস্থিতি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে সুফল দেখা দিতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশি মার্চ মাসে সৌভাগ্যের অধিকারী হতে চলেছে।