বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হলেন, সাহস পরাক্রম আর দ্রুততার কারক। এই মঙ্গলের কৃপা থাকলে পরাক্রম,সাহস সব কাজের মধ্যে দেখা যায়। অনেকেই মঙ্গলদেবের এই সাহসের জন্য তাঁকে গ্রহদের সেনাপতি বলে থাকেন। পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে মঙ্গল নিজের স্বরাশি বৃশ্চিকে প্রবেশ করতে চলেছেন। তাতে তৈরি হবে রুচক রাজযোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা কারা লাভবান হবেন, দেখে নিন।
সিংহ
জ্যোতিষশাস্ত্র অনুসারে কালীপুজোর আগেই রয়েছে রুচক যোগ। এই যোগ আপনাদের জন্য লাভদায়ক হতে পারে। বিভিন্ন পার্থিব সুখ এই সময় পেতে পারেন। চাকরি ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে আপনি কেরিয়ার আগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপুল লাভ পেতে পারেন। এই সময় কিনতে পারেন গাড়ি, সম্পত্তি।
( SC on DA case: ‘দ্রুত শুনানি’, রাজ্যের আবেদন ফিরিয়ে DA কেসে পরবর্তী তারিখ জানাল সুপ্রিম কোর্ট ! তথ্য একনজরে)
( প্রসবের সময় কাঁধ থেকে কাটা গিয়েছে সদ্যোজাতর হাত? তুঙ্গে চাঞ্চল্য সরকারি হাসপাতালে, শুরু তদন্ত)
কর্কট
এই সময় আপনার রোজগার বেড়ে যেতে পারে। দিপাবলীর আগের সময় আপনার জন্য ভালো কাটতে চলেছে। এমনই মত জ্যোতিশশাস্ত্রের গণনায় রয়েছে। আপনি কোনও নতুন চাকরির অফার পেতে পারেন। যাতে আপনার রোজগার বেড়ে যেতে পারে। আপনি এই সময় কোনও সোনার গয়না কিনতে পারেন। পেতে পারেন পৈতৃক সম্পত্তি। সমাজি আপনার মান সম্মান বাড়তে পারে।
বৃশ্চিক
আপনার রাশির স্বামী স্বয়ং মঙ্গল। এই মঙ্গলের তেজ আরর প্রভাবে এই রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। আপনার উন্নতির রাস্তায় যদি কোও বাধা আসে, তাহলে তা মিটে যেতে পারে। কর্মস্থলে কোনও প্রমোশন পেতে পারেন। প্রেম জীবন ভালো যাবে। সঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।
কবে রয়েছে যোগ?
দুর্গাপুজো ২০২৫র মাস চলতি বছরে সেপ্টেম্বরে। সেই মাসেই বৃশ্চিকে যাচ্ছেন মঙ্গল। আর তারফলে বহু রাশি পাবেন লাভ। অনেকেরই ভাগ্যে আসতে চলেছে লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )