Mahalaya 2023: সীতা দশরথের পিণ্ডদান করেন, তবে কেন ধারণা পুরুষরাই শুধু তর্পন করতে পারেন
1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2023, 09:30 AM ISTSubhasmita Kanji
Mahalaya 2023: মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে ভিড় দেখা যায়। এদিন পূর্বসূরিদের জলদান করা হয়। মনে করা হয় এই বিশেষ দিনে উত্তরসূরিদের থেকে জল নিতে পূর্বপুরুষরা আসেন। কিন্তু মহিলারা কি তর্পণ করতে পারেন?
মেয়েরাও কি পারে তর্পণ করতে?
আজ মহালয়া। গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়ে থাকে এই দিন। মনে করা হয় স্বর্গলোক থেকে এই বিশেষ তিথিতে পূর্বপুরুষরা আসেন জল নিতে। পূর্বপুরুষদের জন্য এই দিনে তর্পণ করতে মূলত পুরুষদের দেখা যায়। কিন্তু মহিলারাও কি পারেন তর্পণ করতে?
পিতৃপক্ষ কবে থেকে কবে পালিত হয়?
ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়। একটি শিশু যখন ভূমিষ্ট হয় তখন তাঁর উপর তিনটি ঋণ বর্তায়। এই তিনটি হল পিতৃ ঋণ, দেব ঋণ এবং ঋষি ঋণ। এর মধ্যে পিতৃ ঋণ সবথেকে জরুরি। সেই ঋণ থেকে পূর্বপুরুষদের মুক্ত করতেই তর্পণ করা হয়ে থাকে।
মহিলারা কি তর্পণ করতে পারেন?
কিন্তু কারা তর্পণ করতে পারেন? যদিও পুরুষদেরই মূলত তর্পণ করতে দেখা যায় তবে মহিলারাও কিন্তু চাইলে তর্পণ করতে পারেন। শাস্ত্র তাঁদের সেই অধিকার দিয়েছে। এমনকি ছেলে না থাকলে ভাইয়ের আগে মৃত ব্যক্তির স্ত্রী শ্রাদ্ধ করতে পারেন। শুধু তাই নয়, মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল এমন যে কোনও ব্যক্তিই তাঁর শ্রাদ্ধ করতে পারেন। কথিত আছে রামায়ণে যখন দশরথ মারা যান তখন সীতাই তাঁর পিণ্ডদান করেন। কেবল রামায়ণ নয়, মহাভারতেও মহিলাদের তর্পণ করতে দেখা যায়।
যে ব্যক্তি মারা যাচ্ছেন তিনি যদি অবিবাহিত হন তাহলে তাঁর মা বা বোন তর্পণ করতে পারেন। অনেক শাস্ত্রকার জানিয়েছেন যে কোনও শাস্ত্রেই মহিলারা তর্পণ করতে পারবেন না এই কথা লেখা নেই।
হিন্দু ধর্ম অনুযায়ী মনে করা হয় পিণ্ডদান করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। কাক যদি এসে সেই পিণ্ড খেয়ে যায় তাহলে মনে করা হয় পূর্বপুরুষদের আত্মা সেটা গ্রহণ করল। এবং শান্তি পেল।