২০২৩ সালের মে মাসে শুক্র, বুধ, মঙ্গল, আর সূর্য গোচর করবেন। যার প্রভাব ১২ রাশিতে পড়ছে। মে মাসে মোট ৪ টি গ্রহের গোচরের ফলে একাধিক রাশি হবে লাভবান। ১০ থেকে ১৫ মে-এর মধ্যে রয়েছে মঙ্গল ও সূর্যের গোচর। দেখে নেওয়া যাক, মে মাসে একাধিক গ্রহের গোচরের ফলে কী কী লাভ কোন কোন রাশি পেতে চলেছে দেখে নিন।