কোজাগরী লক্ষ্মীপুজো বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর দুর্গাপুজোর পর পূর্ণিমা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এই দিনটিকে কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা বলা হয়।
কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৫
এই দিন বাঙালি হিন্দুরা ধন-সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা করেন। বিশ্বাস করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন এবং ঘরে ঘরে খোঁজ করেন—"কো জাগরতি?" অর্থাৎ, "কে জেগে আছো?" যারা রাত জেগে দেবীর আরাধনা করেন, দেবী তাঁদের আশীর্বাদ করেন এবং সম্পদ দান করেন।
লক্ষীপুজোর তিথি ও ক্ষণ
লক্ষ্মীপুজো আশ্বিন বা শারদ পূর্ণিমা তিথিতে হয়। ২০২৫ সালের পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের পূর্ণিমা তিথির সময়কাল রইল নিচে।
পূর্ণিমা তিথি শুরু: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, সকাল ১১টা ২৪ মিনিট থেকে।
পূর্ণিমা তিথি সমাপ্তি: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, সকাল ৯টা ৩৩ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন - তামার স্বস্তিক চিহ্নই ফেরাবে ভাগ্য! কীভাবে কোথায় রাখবেন? জানুন বাস্তুমত
আরও পড়ুন - অসুরের অত্যাচার থেকে জগৎ রক্ষার্থে কুমারী রূপে অবতীর্ণ হন মা, জানেন এই কাহিনি?