কৌশিকী অমাবস্যা ২০২৫র তারিখ খুব শিগগিরই আসছে। ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে সসাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ। দেবীর আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত। কথিত রয়েছে, এই কৌশিকী অমাবস্যায় শুভ শক্তির উদয়ে অশুভের বিনাশ ঘটে। তন্ত্রশাস্ত্র মতে, এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। পঞ্জিকামতে দেখে নিন চলতি বছরে কবে পড়েছে কৌশিকী অমাবস্যা।
পঞ্জিকামতে কৌশিকী অমাবস্যা ২০২৫ র তিথি:-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে কৌশিকী অমাবস্যার তিথি পড়ছে ভাদ্র মাসের ৫ তারিখে। সেদিন শুক্রবার। ২২ অগস্ট ৫ ভাদ্র থেকে শুরু কৌশিকী অমাবস্যা। আর তিথি সেদিন শুরু হবে সকাল ১১ টা ৫৮ মিনিটে। সেদিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন। অমাবস্যা তিথি শেষ হবে ৬ ভাদ্র। সেদিন পড়েছে শনিবার ২৩ অগস্ট। সেদিন সকাল ১১ টা ৩৭ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে।
গুপ্তপ্রেস পঞ্জিকামতে ৫ ভাদ্র, শুক্রবার ২২ অগস্ট অমাবস্যা তিথি শুরু হবে। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি ২২ অগস্ট বেলা ১১ টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ডে পড়ছে। সেই দিন অর্থাৎ শুক্রবারই হবে অমাবস্যার নিশি যাপন। ৬ ভাদ্র শনিবার পড়েছে। সেদিন ২৩ অগস্ট। আর শনিবার এই তিথি শেষ হচ্ছে। সেদিন বেলা ১২ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ হবে।
এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেন সাধক বামাক্ষ্যাপা। ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব। কথিত রয়েছে, কৌশিকী রূপে ভাদ্রের এই বিশেষ অমাবস্যা তিথিতে শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন দেবী। এই দিনে দেবীশক্তি ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন অনেকেই। এমন দিনে অশুভ শক্তি বিনাশ করে শুভের আবির্ভাব হয় বলে মনে করা হয়।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )