Ganesh Chaturthi 2025 Tithi And Time: ২০২৫ সালে গণেশ চতুর্থী ২৬ অগস্ট না ২৭ অগস্ট? পুজোর শুভ সময় কখন? কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা?
নতুন তেলেঙ্গানা ইতিহাস গোষ্ঠীর সভাপতি শ্রীরামোজু হরগোপালের মতে, সাতবাহন কিং হলের সংগ্রহ গাথাসপ্তশতীতে ভগবান গণেশের উল্লেখ রয়েছে। কিন্তু ঐতিহাসিকরা বলেন, গণেশের ভাস্কর্য ৫ম শতাব্দীর আগে দক্ষিণে আসেনি। প্রবীণরা বলেন, ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের ২৩তম সূক্তে উল্লিখিত 'ব্রহ্মনাস্পতি' হল গণপতি। গণপতি শব্দটিকে গণের (প্রজাতন্ত্র) প্রধানও বলা হয়।
শারদোৎসেবর ঠিক আগেই গণেশ চতুর্থী। মা দুর্গা মর্ত্যে আসার আগেই ধরণীতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। এই বছর দুর্গাপুজো এগিয়ে আসার কারণে এগিয়ে এসেছে গণেশ চতুর্থীও। সেই হিসেবে কবে পড়ছে গণেশ চতুর্থী? কোন পঞ্জিকা কী বলছে জেনে নেওয়া যাক।
২৬ না ২৭ অগস্ট?
স্কন্দপুরাণে বর্ণিত নিয়ম অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণে চতুর্থী। ক্যালেন্ডার মতে, এই বছর ২৭ অগস্ট গণেশ চতুর্থী। তবে পঞ্জিকা মতে এই তারিখের কিছুটা হেরফের রয়েছে। দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকা কী বলছে।