দেখতে দেখতে চলেই এল পুজো। আর দিন চারেক গেলেই মায়ের পুজো আরম্ভ হয়ে যাবে। ষষ্ঠীতে বোধনের দিন থেকে আরম্ভ পুজো। দশমীতে মায়ের বরণে গিয়ে তা শেষ হয়। মাকে অনেকেই পুজোর সময় শাড়ি নিবেদন করে থাকেন। সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতির জন্য মায়ের কাছে সেই সঙ্গে থাকে প্রার্থনাও। কিন্তু মায়ের কাছে শাড়ি নিবেদন করার সময় রঙের ব্যাপারে মানতে হয় একটি ছোট নিয়ম। মাকে তিথি অনুযায়ী, আলাদা আলাদা রঙের শাড়ি নিবেদন করাই দস্তুর। তাই কোন দিন শাড়ি নিবেদন করছেন, তা দেখে নিয়ে শাড়ি কিনুন। দুর্গাপূজার প্রতি দিন দেবী দুর্গা বিভিন্ন রূপে পূজিত হন এবং তাঁর প্রতিটি রূপের সঙ্গে একটি বিশেষ রংযুক্ত।
কোন তিথিতে কোন শাড়ি নিবেদন শ্রেয়?
ষষ্ঠী: এই দিনে দেবী কাত্যায়নী রূপে পূজিত হন। এই রূপের প্রিয় রংহলো লাল। তাই ষষ্ঠীতে লাল শাড়ি নিবেদন করা শুভ। লাল রংশক্তি, আবেগ এবং ভালোবাসার প্রতীক।
সপ্তমী: সপ্তমী তিথিতে দেবী কালরাত্রি রূপে পূজিত হন। এই রূপের পছন্দের রংনীল। নীল রংসমৃদ্ধি এবং শান্তির প্রতীক।
আরও পড়ুন - দেবীপক্ষের দ্বিতীয়ায় জোড়া শুভ যোগ! পুজোতেই ৪ রাশির কেরিয়ারে উন্নতি, মিটবে দেনা
আরও পড়ুন - অতি বড় শত্রুও হার মানবে! মা দুর্গার এই ৩ মন্ত্র জপলেই নাগালে আসবে সুখ ও অর্থ
অষ্টমী: মহাষ্টমীর দিনে দেবী মহাগৌরী রূপে পূজিত হন। মায়ের এই রূপের প্রিয় রংগোলাপি। গোলাপি রংসম্পর্ককে মজবুত করে এবং সুখ নিয়ে আসে।
নবমী: মহানবমীর দিনে দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হন। এই রূপের পছন্দের রংবেগুনি। বেগুনি রংবিলাসিতা, আভিজাত্য এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক।