নবগ্রহ এবং নবরাত্রির মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। নবরাত্রি হলো নয়টি রাতের উৎসব, যেখানে প্রতিদিন দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয়। এই নয়টি রূপের প্রতিটিই কোনো না কোনো গ্রহের সঙ্গে সম্পর্কিত। দেবীর এই নয়টি রূপকে পূজা করার মাধ্যমে সেই সেই গ্রহের অশুভ প্রভাব দূর করা যায় এবং শুভ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়।
নবরাত্রি ও নবগ্রহের সম্পর্ক
দেবী শৈলপুত্রী (১ম দিন) ও চন্দ্র: নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর পূজা করা হয়। তিনি চন্দ্রের অধিপতি দেবী। তাঁর পূজা করলে চন্দ্রের অশুভ প্রভাব দূর হয় এবং মন শান্ত থাকে।
দেবী ব্রহ্মচারিণী (২য় দিন) ও মঙ্গল: দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পূজা করা হয়। তিনি মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত। তাঁর আরাধনা করলে সাহস, শক্তি এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়।
দেবী চন্দ্রঘণ্টা (৩য় দিন) ও শুক্র: তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা হয়, যিনি শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করেন। তাঁর পূজা করলে প্রেম, সৌন্দর্য এবং জীবনের ঐশ্বর্য বৃদ্ধি পায়।
আরও পড়ুন - দুই গ্রহের রাজযোগে লাকি ৪ রাশি! পুজোর মধ্যেই ফুলেফেঁপে উঠবে ব্যাংক ব্যালেন্স
আরও পড়ুন - পঞ্চমীতে খেলা দেখাবেন সূর্য! ৪ রাশির কপাল সোনার মতো চমকাবে, প্রেমেও সুখবর