কন্যা রাশিতে চাঁদ ও মঙ্গলের যুতি তৈরি হচ্ছে। ১৬ সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে এই দুই গ্রহের যুতি ছাড়াও কেতু থাকবে তুলা রাশিতে আর বক্রী শনি গোচর করবে কুম্ভ রাশিতে। সূর্য আর বুধ থাকবে সিংহ রাশিতে আর শুক্র থাকবে কর্কট রাশিতে। দেখে নেওয়া যাক, এরফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে।