বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Budh gochar in rahu Nakshatra: রাহুর নক্ষত্রে বুধের প্রবেশ, ফেব্রুয়ারির কত তারিখ থেকে ভাগ্য খুলতে পারে এই ৩ রাশির?
পরবর্তী খবর
Budh gochar in rahu Nakshatra: রাহুর নক্ষত্রে বুধের প্রবেশ, ফেব্রুয়ারির কত তারিখ থেকে ভাগ্য খুলতে পারে এই ৩ রাশির?
ফেব্রুয়ারি মাসে রয়েছে বুধের শতভিষা নক্ষত্রে গমন। তারফলে কোন কোন রাশি লাভ পেতে পারে, দেখা যাক।
রাহুর নক্ষত্রে বুধের গোচরের ফলে লাকি কারা, দেখে নিন।
জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তাদের মধ্যে বুধের মাহাত্ম্য আলাদা। গ্রহদের রাজকুমার বুধ, বুদ্ধি ব্যবসা, কথা, সংবাদ, অর্থ ব্যবস্থার কারক হিসাবে রয়েছেন। এরফলে বুধের গতিপথে সামান্য পরিবর্তনও বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এবার আসন্ন সময়ে বুধের নক্ষত্র পরিবর্তন রয়েছে। আর ফেব্রুয়ারি মাসে সেই নক্ষত্র পরিবর্তনের ফলে একঝাঁক রাশির জাতক জাতিকারা লাবের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি, দেখা যাক।
মিথুন
বুধের নক্ষত্র পরিবর্তন আপনার জন্য খুবই লাভদায়ী হবে। সুখ সুবিধায় হু হু করে বৃদ্ধি হবে। ব্যবসাতেও আকস্মিক লাভ হতে পারে। ব্যবসায় বৃদ্ধি হতে পারে। যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে এই সময়কাল ভালো। এই সময় ব্যবসা আগের থেকে ভালোর দিকে যেতে পারে। ব্যবসায় অনেকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা খোঁজ পেতে পারেন। সিনিয়র অফিসাররা আর সহকর্মীদের পুরো সহযোগিতা পেতে পারেন সব কাজে। অংশীদারিত্বে করা সব কাজে পাবেন লাভ।
বুধের নক্ষত্র পরিবর্তন করে এই রাশিতেই ষষ্ঠভাবে থাকবেন। এই সময় জাতক জাতিকাদের জীবনে খুশি, আনন্দ আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কাজের বহু ধরনের রাস্তা খুলে যাবে, যার হাত ধরে আসবে রোজগার। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো কোনও চাকরি পেতে পারেন। কোনও রকমের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে ভালো আয় করতে পারেন। ব্যবসায় আপনার দ্বারা তৈরি করা রণনীতি সাফল্য আনতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। সাফল্য আসতে পারে।