বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Elephant Video: গাড়ি আসছে দেখেই পুচকে হাতির জন্য কীভাবে 'ঢাল' তৈরি করল দুই বড় হাতি?
Updated: 21 Sep 2022, 08:47 PM IST
লেখক Sritama Mitra
বনবিভাগের অফিসার সুশান্ত নন্দের পোস্ট করা এই ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দুই বড় হাতি জঙ্গলের সংলগ্ন রাস্তা ধরে যাচ্ছিল। সঙ্গে ছিল এক পুচকে হাতি। আর তাদের দিক বরাবর একটি গাড়িকে আসতে দেখা যাচ্ছে। গাড়ি আসতে দেখেই সঙ্গে সঙ্গে পুচকে হাতিকে আড়াল করে বড় হাতি দুটি। শুঁড়ে শুড় জড়িয়ে তারা 'ঢাল' করে রাখে পুচকে হাতির সামনে। এরপর শুরু হয় গর্জন। পশুদের এমন বিরল দৃশ্য সাধারণত অনেকেই দেখেননি। আর তাঁদের জন্য হাতির এমন আচরণ নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি।