শান্তিনিকেতনে এবার প্রাক বসন্ত উৎসব! Video বন্দি হল টুকরো দৃশ্য
Updated: 18 Feb 2025, 04:14 PM IST Laxmishree Banerjee বসন্ত উৎসবকে আগমন জানাতে বিশ্বভারতীর পাঠ ভবনের ছাত্র-ছাত্রীরা শান্তিনিকেতনে প্রাক বসন্ত উৎসবের আয়োজন করলেন। নাচ-গানের মধ্য দিয়ে কবি গুরু শিক্ষার্থীদের স্মরণে এলেন এদিন। এদিন পাঠ ভবনের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও অংশগ্রহণ করেন এই উৎসবে। এদিকে হেরিটেজ রক্ষার তাগিদে এবছরও দোল পূর্ণিমার দিন বিশ্বভারতী তে হচ্ছে না বসন্ত উৎসব। তার পরিবর্তে আগামী ১১ই মার্চ ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করা হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ছাত্র-ছাত্রী, অধ্যাপক ও বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিয়ে আয়োজিত এই বসন্ত উৎসবে বাইরের মানুষের প্রবেশ নিষেধ।