চার মাস অতিবাহিত। বিচারের দাবিতে এখনও চেয়ে রয়েছেন আর জি কর হত্যাকাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের বাবা মা। তাঁদের দাবি, 'আন্দোলন ঝিমিয়ে পড়ার কারণে রাজ্য সরকার, মেয়ের মৃত্যুর ঘটনা যারা অভিযুক্ত, বিরুপাক্ষ বিশ্বাস, অভিক দে'কে সরকার আবার তাদের পদে ফিরিয়ে আনতে আনছে।' তবুও তাঁরা হাল ছাড়বেন না। আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি করেছেন এদিন।