বাংলা সাহিত্যের এক আশ্চর্যজনক সৃষ্টি কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরীর চরিত্রটি। কাকাবাবু আর ভাইপো সন্তুর মাধ্যমে লেখক সত্তরের দশক থেকে শুরু করে ২০১২ পর্যন্ত পাঠককুলকে অসাধারণ অ্যাডভেঞ্চার আর রহস্যে ভরপুর অভিযানের গল্প উপহার দিয়েছেন। কখনও সেই অভিযানে গেছেন শুধুই কাকাবাবু ও সন্তু, কখনও আবার সঙ্গে গিয়েছে সন্তুর বন্ধু জোজো। পর্দায় সেই 'কাকাবাবু'র চরিত্রেই বারবার ধরা দিয়েছেন টলিপাড়ার 'বুম্বাদা।' আপ এবার আসছে ‘বিজয়নগরের হিরে’র গল্প। প্রসঙ্গত, কাকাবাবু ও তাঁর দলের অ্যাডভেঞ্চারের কাহিনীই এই ছবির মূল উপজীব্য। কাকাবাবু সমগ্র যাঁরা পড়ে ফেলেছেন, তাঁদের গল্পটা জানা। তবে যাঁরা পড়ে উঠতে পারেননি, তাঁরা দিব্যি কাকাবাবুর নানান অ্যাডভেঞ্চারের গল্প সিনেমা দেখে জেনে নিতে পারেন।