Updated: 28 Sep 2020, 10:32 AM IST
HT Bangla Correspondent
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হয়তো আগের চেয়ে একটু কমেছে, কিন্তু এখনও প্রায় দিনে ৯০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। ইতিবাচক বিষয় হল এখন সুস্থতার হারও আগের চেয়ে বাড়ছে। ২৮ সেপ্টেম্বর সকালের পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্ত ৬০ লাখ পেরিয়েছে। এর মধ্যে অ্যাক্টিভ ৯৬২৬৪০, মৃত ৯৫৫৪২ ও সুস্থ হয়ে উঠেছেন ৫০১৬৫২০ জন। এর মধ্যে অনেক রাজ্যই আশঙ্কা করছে যে করোনার হয়তো দ্বিতীয় ঢেউ আসছে, যার ফলে আগামী দিনে কেসের সংখ্যা দ্রুত বাড়তে পারে।