Updated: 23 Feb 2023, 10:06 PM IST
লেখক Sritama Mitra
দলীয় সভায় যোগ দিতে কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি থেকে রওনা হচ্ছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। গন্তব্য ছিল ছত্তিশগড়ের রায়পুর। বিমানবন্দরে তাল কাটল। এদিন বিমান থেকে নামিয়ে নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনা দিল্লি বিমানবন্দরের। তখনই তাঁর সতীর্থ কংগ্রেস নেতারা ক্ষোভে ফেটে পড়েন। দিল্লি বিমানবন্দরে কংগ্রেস নেতারা প্রতিবাদে সরব হন। স্লোগান ওঠে 'বিজেপি হায় হায়।' এদিকে, কেন প্রথমে বিমানে চড়ার পরও তাঁকে নেমে যেতে হয়, তা নিয়ে প্রাথমিকভাবে সন্দিগ্ধ ছিলেন পবন খেরা। উল্লেখ্য, নিচে নামতেই তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। উল্লেখ্য, সদ্য নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। সেই মন্তব্য আদানি ইস্যুকে খোঁচা দিয়েই ছিল। সেই মন্তব্যের পর পবন খেরার গ্রেফতারি হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। আদালতে পবন খেরার আইনজীবী অভিষেক মনু সিংভি ওই মন্তব্য়ের জন্য নিঃশর্ত ক্ষমা চান। আপাতত জামিনে মুক্তি পেয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। ঘটনা ঘিরে ক্ষোভ উঠে আসে কংগ্রেস থেকে। সরবন হন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।