শুধু কলকাতা নয়, দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা মুম্বইবাসী বাঙালিও। পুজোর আনন্দে মেতেছেন তারকারাও। আর মুম্বইয়ে তারকাদের দুর্গাপুজোর সেলিব্রেশনের কথা এলে প্রথমেই আসে ‘মুখার্জি’ বাড়ির পুজোর কথা। এবছরও (২০২৩) ঐতিহ্য বজায় রেখে ঘটা করেই হচ্ছে ‘মুখার্জি বাড়ি’র পুজো। সেখানে সেই পরিচিত স্বভাবেই দেখা গেল তনুজা ও শমু মুখোপাধ্যায়ের কন্যা কাজলকে।