Video: ফিরহাদের কনভয়ের সামনে দুর্ঘটনা, গাড়ি থেকে নেমেই মন্ত্রী যা করলেন...
মালদায় মিটিং সেরে যাচ্ছিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের দিকে। লক্ষ্য ছিল সেখানে একটি জনসভায় যোগ দেওয়া। তবে তারই মাঝে ঘটে গেল দুর্ঘটনা। তাঁর কনভয়ের সামনে উল্টে যায় একটি টোটো। সময় নষ্ট না করে দ্রুত গাড়ি থেকে নেমে উদ্ধার কাজে হাত লাগালেন মন্ত্রী। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এমন এক ভূমিকায় দেখে বেশ অবাক হয়েছেন আশপাশের মানুষ। তিনি ও তাঁর দেহরক্ষীরা সকলে মিলে টোটোটিকে সোজা করে রাস্তায় তুলে দেন। তাঁরা উদ্ধার করেন আহত টোটো চালককে। মন্ত্রীর নির্দেশে টোটো চালককে পাঠানো হয় চিকিৎসার জন্য। উদ্ধারকার্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে ছিলেন ইটাহারের বিধায়ক মুশারফ হোসেনও, উপস্থিত ছিলেন মৌসম নূরও।