Video: গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটি পার 'RRR'! তুলকালাম রেকর্ড গড়ছে ফিল্ম
বক্স অফিসে কার্যত তুলকালাম তৈরি করে ফেলেছে দক্ষিণী ফিল্ম 'আরআরআর'। ইতিমধ্যেই বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির অঙ্ক পার করে ফেলেছে এই ফিল্ম। এদিকে, ছবি নিয়ে উন্মাদনা কমছে না দর্শকদের মধ্যে। অন্যদিকে, নতুন এক রেকর্ড গড়েছে আলিয়া, এনটিআর, রামচরণ তেজা অভিনীত এই ছবি। সবচেয়ে বেশি রোজগার করা ভারতীয় ফিল্মের মধ্যে এখন 'আরআরআর' তৃতীয়স্থানে। তবে এখনও বাকি রয়েছে ফিল্মের বহুদূর পথ চলা। এই রেকর্ডের নিরিখে এখন শুধু 'দঙ্গল' ও 'বাহুবলী ২'। ফিল্ম ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে, 'বজরংগী ভাইজান', 'সিক্রেট সুপারস্টার', 'পিকে'র মতো ফিল্মকে।