Updated: 24 Mar 2021, 12:27 AM IST
লেখক Priyanka Mukherjee
ভোট প্রচারে দিনভর ব্যস্ত বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন যশ। অভিনেতা বা নেতা নয়, ঘরের ছেলে হয়ে উঠতে মরিয়া যশ। কখনও পায়ে হেঁটে, কখনও বাইকে চড়ে বাড়ি, বাড়ি প্রচার সারছেন তারকা।'অরণ্য'-র প্রচার ঘিরে বাঁধভাঙা উন্মাদনা অভিনেতার মহিলা ভক্তদের মধ্যে। মঙ্গলবার যশের এক মহিলা ভক্ত তাঁকে কাছে টেনে চুমুতে ভরিয়ে দিলেন। বললেন- ‘তোমার জন্য আমি পাগল, জিততে তোমাকে হবেই’। সেলফি থেকে অটোগ্রাফ- ভোট প্রচারের মাঝে দেদার বিলোচ্ছেন যশ দাশগুপ্ত। এক কথায়, ভক্তদের আবদার পূরণে দু পা বাড়িয়ে টলিউডের এই তারকা।