মুখ্যমন্ত্রী কাজ পরিদর্শন করে চলে যেতেই ভেঙে পড়ল বাঁধ! নীতীশ-গড়ে গ্রামবাসীরা কোন আতঙ্কে?
হঠাৎ জানা গিয়েছিল মুখ্যমন্ত্রী এলাকায় আসছেন বাঁধের কাজ পর্যবেক্ষণ করতে। তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় এরপর নির্মাণকাজ স্থলে। তারপর সময়মতো আসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিদর্শন করেন বাঁধের কাজ। কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাঁধের কাজ পরিদর্শন করে চলে যেতেই ঘটল বিপত্তি। ঝুপ করে ভেঙে পড়ল নির্মিয়মাণ বাঁধ। ফের ডল ঢুকতে থাকে এলাকায়। যথারীতি এলাকায় হইচই পড়ে যায় এই ঘটনায়। এই ঘটনা বিহারের সীতামারহির লখনদেই নদীর বাঁধে এই ঘটনা ঘটে গিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত গ্রামবাসী। তাঁদের ভয়, ফের বর্ষায় এলাকায় আগের মতোই জল ঢুকবে। ফলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উড়ে যেতেই বাঁধ ভাঙার এই ঘটনায় এলাকায় আতঙ্কের রেশ।