Suvendu's reaction after House Raid: 'মমতার এত সাহস!', বাড়িতে পুলিশি হানা হতেই থানায় শুভেন্দু
- শুভেন্দুর ভাড়াবাড়িতে পুলিশি হামলা ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ধুন্ধুমার বাঁধল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এদিন বিকেলে প্রায় ৭০ জন পুলিশকর্মী কোলাঘাটে বিরোধী দলনেতার বাড়িতে তল্লাশি চালান। খবর পেয়ে কেশপুরে রাজনৈতিক কর্মসূচি ফেলে ছুটে আসেন শুভেন্দু। কোলাঘাট থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন তিনি।