Updated: 04 Jan 2020, 12:44 PM IST
HT Bangla Correspondent
দীপিকা পাড়ুকোন অভিনীত ছপাকের টাইটেল ট্রাক প্রকাশ্... more
দীপিকা পাড়ুকোন অভিনীত ছপাকের টাইটেল ট্রাক প্রকাশ্যে এল সম্প্রতি। মুম্বইয়ে গানের লঞ্চ ইভেন্টে হাজির ছিলেন স্বয়ং লক্ষ্মী আগারওয়াল। যাঁর জীবনের লড়াইয়ের গল্পই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক মেঘনা গুলজার। ছপাকের টাইটেল ট্রাকটি কম্পোজ করেছেন শঙ্কর-এয়সান-লয়, লিখেছেন গুলজার। গানের লঞ্চে হাজির ছিলেন তাঁরাও। এদিন লক্ষ্মী জানান, সৌন্দর্য নয় সচেতনতাই সবচেয়ে জরুরি। সেটা দেখিয়ে দিয়েছেন দীপিকা। এই অ্যাসিড আক্রান্ত সাহসিনী যোগ করেন, 'সমাজের ভিতরে, মানুষের মনের ভিতরে যে অ্যাসিড রয়েছে সেটা দূর করতে সাহায্য করবে ছপাক'। ছবিতে দীপিকার বিপরীতে দেখা মিলবে বিক্রান্ত মাসির। ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছপাক।