বাংলা নিউজ >
দেখতেই হবে >
COVID-19: ৮০ কোটি মানুষকে অতিরিক্ত দুই কেজি ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেবে কেন্দ্র
Updated: 25 Mar 2020, 09:09 PM IST
HT Bangla Correspondent
ছয় মাসের রেশন একসঙ্গে তোলা যাবে, আগেই জানিয়ে দিয... more
ছয় মাসের রেশন একসঙ্গে তোলা যাবে, আগেই জানিয়ে দিয়েছিল কেন্দ্র। এবার ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে ভর্তুকি দেওয়া খাদ্যশস্য অতিরিক্ত দুই কেজি করে দেওয়া হবে রেশনের মাধ্যমে। প্রকাশ জাভড়েকর বলেন এবার থেকে সাত কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। জাভড়েকর বলেন যে গমের দাম বাজারে ২৭ টাকা প্রতি কিলো। এটি রেশন দোকানে দুই টাকা করে দেওয়া হয়। অন্যদিকে যে চাল খোলা বাজারে ৩২ টাকায় পাওয়া যায়, তা রেশনে তিন টাকায় মিলবে।