বাংলা নিউজ >
দেখতেই হবে >
#HTLS 2019 : 'হায়দরাবাদে পুলিশের উপর গুলি চালানো না হলে তদন্ত হোক', বললেন বাঘেল
Updated: 07 Dec 2019, 04:30 PM IST
HT Bangla Correspondent
গতকাল ভোররাতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে হা... more
গতকাল ভোররাতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তের। এনিয়ে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, হায়দরাবাদে পুলিশ গুলি চালানো হলে ঠিক আছে। পুলিশ নিজের আত্মরক্ষায় এনকাউন্টার করেছে। যদি পুলিশের উপর গুলি চালানো না হয়, তাহলে তদন্ত করা উচিত।