'ভষ্ম আরতি' মহাকাল মন্দিরে! কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত রইলেন বিশেষ পুজোপাঠে
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে আয়োজিত হল 'ভষ্ম আরতি'। শিবের আরাধনায় এই বিশেষ পুজোপাঠ আয়োজিত হয়ে থাকে। কেন্দ্রীয় শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও অন্তপ্রনরশিপ সম্পর্কীয় মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন এই বিশেষ পুজোয়। উল্লেখ্য, মহাকালেশ্বরের জ্যোর্তিলিঙ্গের পুজোয় প্রতিদিনই প্রায় বহু ভক্তের সমাগম হয়। আর বিশেষ পুজোপাঠ উপলক্ষ্যে ভিড় থাকে চোখে পড়ার মতো। মহাদেবের আরাধনায় ৪ মে এখানে আয়োজিত হয়েছে বিশেষ পুজোপাঠ।