বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ >
Mamata Banerjee's Poem on 21st February: 'একুশে মানেই অঙ্গীকার...', ভাষা দিবসে 'প্রথা ভেঙে' নিজের লেখা কবিতা পাঠ মমতার
Updated: 21 Feb 2023, 04:41 PM IST
লেখক Abhijit Chowdhury
মঙ্গলবার দেশপ্রিয় পার্কে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভা... more
মঙ্গলবার দেশপ্রিয় পার্কে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মমতা নিজের লেখা 'একুশে' কবিতা পড়েন। পড়া শুরু আগে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার একুশে নিয়ে দু-তিনটে কবিতা আছে। আমি সিম্পল একটা পড়ে দিচ্ছি। আমি নিজের কবিতা খুব একটা পড়ি না। লেখার পরও পড়ি না। ব্যাড হ্যাবিট। অন্যের কবিতা মুখস্ত থাকে, নিজেরটা থাকে না।'