Updated: 11 Mar 2023, 03:52 PM IST
লেখক Sritama Mitra
রঙের উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে নানান রকমের প্রথা দেখা যায়। বহু জায়গাতেই হোলি উৎসব ঘিরে একের বেশি দিন উদযাপনে মাতেন মানুষ। শহর কলকাতার বালিগঞ্জে 'শ্রী শ্রী রাধামাধব জিউ দেবোত্তর এস্টেট'এর পুজোয় হোলি উদযাপনের আলাদা রঙ দেখা গেল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে আলাদা করে নজর কেড়েছে রাধামাধবের পুজো পদ্ধতি। পূর্ণিমা তিথি মেনে এই মন্দিরে সাড়ম্বরে আয়োজিত হয়েছে পুজো। বেশ কয়েক রকমের মিষ্টির পদে সাজানো হয় দেবতার প্রসাদের থালা। মন্দিরের প্রচলিত রীতি মেনে সকালের বদলে সন্ধ্যেয়ে হোলির রঙে রাঙিয়ে উঠেছিল এখানের পুজোর আসর। দেব আরাধনায় এখানে নানান আঙ্গিকের নৃত্য, গীত পরিবেশন করা হয়। এবারের আয়োজনে আলাদা করে নজর কেড়েছে মণিপুরী এই নৃত্য। পরিবেশিত হয়েছে মণিপুরী নাচের ঘরানায় কৃষ্ণৃনৃত্য। পরিবেশন করা হয় ওড়িশি নৃত্য। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেও বর্ষীয়ানরা তুলে ধরেছেন বসন্তের উদযাপনকে।