Updated: 15 Jul 2023, 02:21 PM IST
Ranita Goswami
রেস্তোরাঁ থেকে বের হয়েই একটা বর্ষার জুতোর মুখোমুখি হন আলিয়া ভাট। ‘একী এটা কার?’ বলেই নিজেই হাতে করে চটিটা তুলতে গেলেন আলিয়া। পাপারাৎজি চিৎকার করে তড়িঘড়ি বলল, ‘আরে নানা, আপনি রাখুন, আমরা নিয়ে নেব, ওটা পড়ে গিয়েছিল…’। তবে আলিয়া তাঁদের কথায় পাত্তা না দিয়ে নিজেই হাতে করে এক পাপারাজ্জোর হারিয়ে যাওয়া চটি তুলে এনে তাঁদের পায়ের কাছে তুলে দিলেন।