Manosi Sengupta: ভাইকে দেখতে এসে কনফিউজড মানসীর মেয়ে তুহু
Updated: 20 Mar 2025, 09:30 PM IST লেখক Ranita Goswami ভাইকে দেখে কী অনুভূতি হয় বড় দিদির? সেকথাই মাকে জানিয়েছে বছর ৮এর তুহু। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে। মানসী মেয়েকে প্রশ্ন করেন, ‘কাকে দেখতে এসেছো, মাকে না ভাইকে? সত্য়ি কথা বলো।’ উত্তরে ছোট্ট তুহু আঙুল দেখিয়ে বলে, ‘তোমাকে..।’ মানসী মেয়েকে জিগ্গেস করেন, ‘কালকে ভাইকে দেখে তোমার কী ফিল হল?’ ছোট্ট তুহু বলে, ‘আমিতো বুঝতেই পারছিলাম না যে ওটা আমার ভাই, এত ছোট।’ অর্থাৎ এতটাই ছোট বাচ্চা তাই নাকি কনফিউজড হয়ে যায় ৮ বছরের তুহু।