বাংলা নিউজ > বিষয় > মেয়ে
মেয়ে
সেরা খবর
সেরা ভিডিয়ো

ভাইকে দেখে কী অনুভূতি হয় বড় দিদির? সেকথাই মাকে জানিয়েছে বছর ৮এর তুহু। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে। মানসী মেয়েকে প্রশ্ন করেন, ‘কাকে দেখতে এসেছো, মাকে না ভাইকে? সত্য়ি কথা বলো।’ উত্তরে ছোট্ট তুহু আঙুল দেখিয়ে বলে, ‘তোমাকে..।’ মানসী মেয়েকে জিগ্গেস করেন, ‘কালকে ভাইকে দেখে তোমার কী ফিল হল?’ ছোট্ট তুহু বলে, ‘আমিতো বুঝতেই পারছিলাম না যে ওটা আমার ভাই, এত ছোট।’ অর্থাৎ এতটাই ছোট বাচ্চা তাই নাকি কনফিউজড হয়ে যায় ৮ বছরের তুহু।
সেরা ছবি

সমর্থকদের ভিড়ের মাঝে হাতে বিজেপির পতাকা নিয়ে তখন জয়ের উল্লাসে ভাসছেন পরবেশ বর্মা। এদিকে, তাঁর বাড়িতে চলছে হনুমান চালিসা। তারই মাঝে পরিবার কী বলল?