ভারতবাসীদের উদ্দেশে নিজের রুপোর পদক উৎসর্গ করলেন মীরাবাঈ চানু। সোমবার টোকিয়ো থেকে দেশে ফেরেন তিনি। তারপর রাতের দিকে তাঁকে কেন্দ্রের তরফে সংবর্ধনা দেওয়া হয়। যাঁরা যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চানু। সেইসঙ্গে ভারতবাসীকে নিজের রুপোর পদক উৎসর্গ করেন তিনি। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
এক কেজি - সেটার জন্যই প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হয়ে গেল মীরাবাই চানুর। প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে তাঁর সামনে দুটি অলিম্পিক্স পদক জয়ের সুযোগ ছিল। কিন্তু এক কেজির জন্য চতুর্থ স্থানে শেষ করেন। অর্থাৎ এবার অলিম্পিক্সে আরও একজন ভারতীয় পদকের একধাপ আগেই আটকে গেলেন।