Sana
সেরা খবর
সেরা ভিডিয়ো

একসময় ধর্মের টানে নিজের দীর্ঘ ১৫ বছরের অভিনয় কেরিয়ার ছেড়েছিলেন সানা খান। ২০২০ সালে মৌলানা মুফতি আনাস সইদকে বিয়ে করে সানা এখন সুখী ঘরণী। এরপর ২০২৩ সালের জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন প্রাক্তন অভিনেত্রী। গত ৫ জুলাই ১ বছর হয়েছে সানা খানের ছেলের। তাই এবার অনুরাগীদের কাছে ছেলের মুখ দেখালেন সানা। এবার স্বামী মৌলানা মুফতি আনাস সইদের সঙ্গে হজ যাত্রায় গিয়েছেন সানা খান। বাবা-মায়ের সঙ্গে সেই হজ যাত্রায় সামিল হয়েছে তাঁদের ১ বছরের ছোট্ট শিশু সইয়দ তারিক জামিল। হজ যাত্রা থেকেই ছেলের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানা। ক্যাপশানে লিখেছেন, ‘আমাদের ছোট্ট হাজি’। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: http://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: http://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: http://www.instagram.com/htbangla/?hl=en #sanakhan





সেরা ছবি

- সৌরভের প্রিয় শহর লন্ডন। আর বর্তমানে লন্ডন-নিবাসী তাঁর মেয়ে সানাও। দুই প্রিয় জিনিস ছেড়ে কলকাতায় ফিরলেন দাদা, কী লিখলেন সোশ্যালে?





