গায়কের হাত ধরে সমানে ছুটে চলেছেন এক অনুরাগী। যে কেউ এটা দেখলে বলবেন একী কাণ্ড…। ওই অনুরাগীকে শিলাজিতের হাত চেপে ধরে বলতে শোনা যাচ্ছে, ‘ভালো থেকে শিলাদা, আবার দেখা হবে কথা দিচ্ছি।’ বারবার গায়কের হাত টেনে নিজের মাথায় ঠেকাতে থাকলেন ওই অনুরাগী বললেন, ‘তুমি আমার আয় নিয়ে বেঁচে থেকো শিলাদা, এনজয় গুরু।’