নিজের
বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। সাফ জানিয়ে দিলেন এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান। প্রসঙ্গত, বৃহস্পতিবার কর্নাটকের কালবুর্গিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী সভায় গিয়ে ওয়ারিস বলেন, এককাট্টা হয়ে আজাদি হাসিল করার সময় এসে গিয়েছে। এখন তো শুধু সিংহীরা (মহিলারা) বেরিয়েছেন, তাতেই ঘাম ছুটে যাচ্ছে। ভুলে যাবেন না, আমরা ১৫ কোটি। কিন্তু ১০০ কোটিকে দমিয়ে রাখতে পারি। সেই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। যদিও নিজের অবস্থানে অনড় এআইএমআইএম নেতা।