বাংলা নিউজ > বিষয় > Bratya basu's film hubba
Bratya basu's film hubba
সেরা খবর
সেরা ভিডিয়ো

গত ১৯ জানুয়ারি ব্রাত্য বসুর পরিচালনায় মুক্তি পেয়েছে' হুব্বা'। ছবিতে হুগলির গ্যাংস্টার 'হুব্বা বিমল'কে তুলে ধরেছেন পরিচালক। কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে বাংলাদেশের নামী অভিনেতা মোশারফ করিমের। তিনিই এই ছবির ‘হুব্বা’, গল্পের নায়ক। তবে নাহ তিনি একা নন, ছবিতে হুব্বার শৈশব এবং যুবক বয়সের সময়কেও তুলে ধরা হয়েছে। ছবিতে বেশ অনেকটা অংশে দাপিয়ে বেড়িয়েছেন অল্পবয়সের যুবক 'হুব্বা'। আর সেই চরিত্রে নজরকাড়া অভিনয় করেছেন অভিনেতা গম্ভীরা ভট্টাচার্য। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। মোশারফের পাশাপাশি আলোচনা হচ্ছে তাঁর অভিনয় নিয়েও। ‘হুব্বা’ নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন গম্ভীরা ভট্টাচার্য।